ব্রিটেনের ডিটেশন সেন্টারে রুবেলের মৃত্যু সিলেটে মানববন্ধন কাল

বিশ্বনাথ প্রতিনিধি: যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের আটক রাখার কেন্দ্র মর্টন হল ডিটেনশন সেন্টারে রুবেল আহমদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়। সে বিশ্বনাথ উপজেলা লামাকাজী ইউনিয়নের সাঙ্গিরাই গ্রামের প্রবাসী আবদুল জলিলের পুত্র। রুবেল আহমদের মৃত্যুত্বে আগামিকাল বুধবার দুপুর ১২টায় সিলেট শহীদ মিনার প্রাঙ্গণে সচেতন নাগরিক সংগঠন এক মাবনবন্ধনের আয়োজন করেছে।
বিষয়টি নিশ্চিত করেন নিহত রুবেলের চাচাত ভাই স্থানীয় ইউপি সদস্য এনামুল হক। তিনি বলেন, রুবেল আহমদের মৃত্যু সঠিক কারণ ও তার মৃত্যুর মূল রহস্য উদঘাটনের জন্য সচেতন নাগরিক ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। প্রশাসনিকভাবে মানববন্ধনের অনুমতি নেওয়া হয়েছে। মানববন্ধনে সর্বস্থরের মানুষকে অংশগ্রহন করার জন্য তিনি আহবান জানান।
প্রসঙ্গত, গত পাঁচ বছর পূর্বে রুবেল ওয়াকিং হলিডে ভিসা নিয়ে দুই বছরের জন্য ব্রিটেনে পাড়ি দেয়। কিন্তু তার ভিসার মেয়াদ শেষ হলে গেলে সে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী হয়ে যায়। গত রমজান মাসের ২১ রমজানে সে স্থানীয় হোটেলে কাজ করার অবস্থায় ব্রিটেনের পুলিশ গ্রেফতার করে। গত ৬ সেপ্টেবর ব্রিটেনের ডিটেনশন সেন্টারে রুবেল আহমদ মৃত্যু বরণ করে।