মধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃ আসন্ন শারদীয় দূর্গা পূজায় তিনদিনের সরকারি ছুটির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজারে জেলা শাখা। গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজার শহরের চৌমুহনায় আসন্ন দুর্গাপুজার ৫দিনের উৎসবের জন্য অত্যন্ত তিন দিনের সরকারী ছুটি প্রদানের দাবীতে মানবন্ধন করে তারা। জেলা কমিঠির সভাপতি এড. বিঞ্চু পদ ধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মিহির কান্তি দেব, শিব প্রসন্ন ভট্রাচার্য, প্রপেসর হিরনময় দেব ও এড. বিধান ভট্রাচার্য প্রমুখ।
বক্তারা বলেন, সরকার সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ দুর্গা পুজায় এক দিনের স্থলে তিন দিনের ছুটি ঘোষনা ও একই সাথে তারা সারা দেশে সংরক্ষিত ৬০টি সংসদীয় আসনেরও দাবী জানান।