জকিগঞ্জে পুলিশ এসল্ট মামলায় শিবির কর্মী গ্রেফতার
জকিগঞ্জ প্রতিনিধিঃ জামায়াত নেতাদের মুক্তির দাবিতে গত ২১ এপ্রিল জকিগঞ্জ পৌর শহরে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের উপর অর্তকিত হামলার ঘটনায় দায়েরকৃত পুলিশ এসল্ট মামলার আসামী শিবির নেতা ছাইফুর রহমান মাছুম (২১) কে গতকাল শুক্রবার জকিগঞ্জ থানা পুলিশ আটক করেছে। আটককৃত শিবির নেতা পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের মৃত হান্নানের পুত্র। সে জকিগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় শিবির শাখার পরিচালক।