গাছ হলো মানুষের পরম বন্ধু : নবীগঞ্জে বৃক্ষ রোপন ও আলোচনা সভায় মুনিম চৌধুরী বাবু এমপি
উত্তম কুমার পাল হিমেল: বর্তমান সরকার এদেশের কোটি কোটি মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে গড়ে তুলার লক্ষ্যে এ সরকার খুবই দৃঢ়তার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সঈদপুর বাজারস্থ দি সান সাইন জুনিয়র হাই স্কুলে পৃথিবী বাচাঁতে গাছ লাগাই, মানুষ, দেশ, পরিবেশ বাচাঁই এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষ রোপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ মুনিম চৌধুরী বাবু এমপি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, গাছ হলো মানুষের পরম বন্ধু, তাই গাছের গুনাগুন অপরিসীম। আমাদের বেচেঁ থাকার প্রাণের তাগিদেই গাছকে বাচিঁয়ে রাখতে হবে। এছাড়াও তিনি তার নিবার্চনী এলাকা নবীগঞ্জ বাহুবল উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তরিত করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গিকার ব্যক্ত করেন। উক্ত প্রতিষ্টানের ম্যানিজিং কমিটির সভাপতি মো: লুৎফুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শেখ কায়সার হামিদের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো: গোলাম রব্বানি, সিলেটের বিশিষ্ট সাংবাদিক ও ভূমি সন্তান কর্মী আশরাফুল কবির, অভিভাবক প্রতিনিধি মোঃ ফরিদ আলী, দৈনিক যুগান্তর নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম এ আহমদ আজাদ, রাকিল হোসেন, এম মুজিবুর রহমান, শিক্ষক মুহিনুর রহমান, আংঙ্গুর মিয়া, পুবালী ব্যাংক ম্যানেজার আব্দুল¬াহ আল মনজুর, স্থানীয় মানবাধিকার নেতা নজরুল ইসলাম, কিবরিয়া, রঞ্জিত, আব্দুর রকিব, জিতেস, মতিউর, ইয়াওর মিয়া, আবু সুফিয়ান, ইউপি সদস্য সাইদুর রহমান, সৈয়দ জুলফিকার আলী, ভূট্টু, শিক্ষকা জাহেদা আক্তার, রওশন বেগম, পারুল, মৌসূমী, সূনিয়া, শেলি প্রমূখ। উক্ত অনুষ্টানে বৃক্ষ রোপন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথিকে ক্রেস্ট প্রধান করেন স্কুল প্রতিষ্টাতা সদস্য সজলু মিয়া। পরে কৃতি ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরুস্কার প্রধান করা হয়।