শ্রীমঙ্গলে লেগেছে শরতের ছোঁয়া
মধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃ বার মাসের বারটি অনুভূতি তার মধ্যে এখন শরৎকাল। কাঁশ ফুলের কমল ছোঁয়া মনে করিয়ে দেয় শরতের কথা।প্রকৃতির এই লীলা ভূমি পর্যটন নগড়ী শ্রীমঙ্গলে লেগেছে শরতের ছোঁয়া।শ্রীমঙ্গল বিটিআরআই এর পাশ দিয়ে বয়ে যাওয়া ভুড়ভুড়িয়া ছড়ার কাঁশ ফুলের মনোরম এই দৃশ্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। চারিদিকে সবুজ চা বাগান ,বাগানের মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট্ট ছড়া,তার মধ্যে দুধের মতো সাঁদা কাঁশ ফুল যেন অশান্ত মনকে দিচ্ছে সাড়া।বর্তমানে শ্রীমঙ্গল এর পাহাড়ী দৃশ্য সহ অন্যান্য স্পট গুলোর মধ্যে আর একটু বাড়তি ছোঁয়া লাগিয়ে দিলো এ কালের প্রকৃতির এই দান।