ফুঁসে উঠছেন শিক্ষক সমাজ : বিশ্বনাথে মৌন মিছিল-সভা ও স্বারকলিপি প্রদান
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে এক সহকারি শিক্ষকের ওপর হামলার ঘটনায় ফুঁসে উঠছেন শিক্ষক সমাজ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির উদ্যোগে মৌন মিছিল-প্রতিবাদ সভা ও ইউএনও বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। এসময় উপজেলা শিক্ষক সমিতি ও বেসরকারি শিক্ষক সমিতির পক্ষে পৃথকভাবে ইউএনও মুহাম্মদ আসাদুল হক বরাবর স্বারকলিপি প্রদান করা করে সংগঠনগুলো।
উপজেলা সদরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে মৌল মিছিল বের হয়। উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ মাঠে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির আহবায়ক বাবুল কান্তি দাশ মেঘলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল মুবিন, সাধারণ সম্পাদক বাবু নিশি কান্ত পাল, শিক্ষক নুরুজ্জামান খান, সিরাজ আলী, আবুল কাহার, আবুল হোসেন হেলালী, আনোয়ার হোসেন, কৃঞ কান্ত মালাকার, সামিয়া বেগম, শেফালী বড়–য়া, নাজমিন চৌধুরী, দুলা রানী তালুকদার, অনিমা দাশ, করম আলী, ছিদ্দেক আলী, কবিরউদ্দিন, হোসনা বেগম, শাহিন আহমদ, সহকারি শিক্ষক সমিতির সদস্য সচিব এখলাছ উল্লাহ মুজিব, জেলা সদস্য আবদুল কাইয়ুম সাকি, আলীমউদ্দিন, উপজেলা যুগ্ম-আহবায়ক বিমল চন্দ্র দাস, সঞ্জিত পুরকারস্থ, আ.ছা.লায়েক, আবু তৈয়ব মো. বেলাল, বাবুল কান্ত দাস, সঞ্জিত কুমার দে, মুজিবুর রহমান, আশিকুর রহমান, ওয়ালী উল্লাহ, আখতার ফারুক, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হোসেন, সুহেল মিয়া,সদস্য ফাতেমা বেগম, তাসরিন সুলতানা,রিপন চন্দ্র দাস, বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি নজমুল হক, সচিব আবদুল জলিল, শিক্ষক ফারুক আহমদ, মানিক মিয়া, বাদল চন্দ্র আচার্য্য।
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে উপজেলার পনাউল্ল¬¬াবাজার সংলগ্ন ‘জাহিদ হোসেন বজলু’র বাড়ির সামনে হামলার স্বীকার হন শিক্ষক নানু মিয়া।