তামাবিল সড়কে ট্রাক আটকে দীর্ঘ যানজট
জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেট-তামাবিল মহাসড়ক সংস্কারের দাবি দীর্ঘ দিনের হলেও কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে দূর্ঘটনা ঘটছে। গতকাল বুধবার সকাল ১০টায় একটি ট্রাকের এক্সেল ভেঙ্গে আটকা পড়লে থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়। এ অবস্থায় ট্রাক চালকরা সড়ক অবরোধ করে রাখে। মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর নীলিমা পয়েন্টে এ দূর্ঘটনার পর শতশত যানবাহন উভয় পাশে আটকা পড়ে। পরে ট্রাক শ্রমিকরা সড়ক অবরোধ করা হয়েছে বলে দাবি করেন। জৈন্তাপুর উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি নুর মিয়া, জানান দীর্ঘদিন ধরে সিলেট-তামাবিল সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসলেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছেনা। সর্বশেষ গত মঙ্গলবার পরিবহন মালিকরা-শ্রমিক নেতারা সড়ক সংস্কারের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। তিনি বলেন, সড়কের বেহাল দশার কারণে প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। গতকাল সকালেও তিনটি ট্রাক সড়কের গর্তের মধ্যে আটকা পড়ে। ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, রাস্তা খারাপ হওয়ার কারণে ট্রাকের এক্সেল ভেঙ্গে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে ক্রেন দিয়ে ট্রাক সরিয়ে নেওয়ার পর চলাচল স্বাভাবিক হয়।