ওজাস এর নতুন কমিটি : দিদার সভাপতি, মারুফ সাধারণ সম্পাদক

Didar & Maruf_Ojasঅনলাইন সাংবাদিকদের নিয়ে গঠিত দেশের প্রথম সংগঠন “অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট” (ওজাস)’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৭ ঘটিকায় ওজাস’র সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টারে সিলেট এক্সপ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সিলেট এক্সপ্রেসের ব্যবস্থাপনা সম্পাদক আবদুল মুহিত দিদারকে সভাপতি এবং ডেইলি সিলেট ডট কম’র নির্বাহী সম্পাদক মারুফ হাসানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষিত হয়।

ওজাস’র প্রতিষ্ঠাতা সভাপতি কবি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও এডভোকেট গুলজার আহমদ হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ, আব্দুল মুহিত দিদার, মারুফ হাসান, কে এ রহিম, হুমায়ুন কবির লিটন, আফরোজ খান, এম সাইফুর রহমান তালুকদার, মুহাম্মদ রুহুল আমীন নগরী, মবরুর আহমদ সাজু, সুলায়মান আল মাহমুদ, লুৎফুর রহমান তোফায়েল, মাজেদুল হক চৌধুরী, শফিকুর রহমান, ইয়াহইয়া আহমদ, খালেদুর রহমান, মাসুদ আহমদ রণি এবং মোছা: নাজমিন ।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মুহিত চৌধুরী সংগঠনের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার করেন । বিগত কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় ২০১৪-১৫ সালের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। উপস্থিত সদস্যগনের সম্মতিক্রমে সভায় সিলেট নিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক খালেদ আহমদকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন ২ বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটির দায়িত্বশীলগণ হলেন, সভাপতি-আব্দুল মুহিত দিদার (সিলেট এক্সপ্রেস), সহ-সভাপতি- মুহাম্মদ রুহুল আমীন নগরী (সিলেট রিপোর্ট ডটকম), সহ-সভাপতি আফরোজ খান ( সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম), সাধারণ সম্পাদক- মারুফ হাসান (ডেইলী সিলেট ডটকম), সহসাধারণ সম্পাদক-হুমায়ুন কবির লিটন(ডেইলী নিউ সিলেট ডটকম), কোষ্যধ্যক্ষ-মুন্সি ইকবাল(ওয়ার্ল্ডবাংলা ডটকম), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মাজেদুল হক চৌধুরী( চাইল্ড নিউজ ২৪.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক- খালেদুর রহমান ( আজকের সিলেট ডটকম), সদস্য: মবরুর আহমদ সাজু(সিলেটের সময় ডটকম), মোছা: নাজমিন (সিলেটের খবর ২৪ ডটকম), শফিকুর রহমান ( সিলেট টাইমস ২৪ ডটকম)। এছাড়া প্রতিষ্ঠাতা সভাপতি সাংবিধানিক নিয়মে নির্বাহী কমিটির সদস্য থাকবেন। বিজ্ঞপ্তি