আ.লীগ নেতার স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশ
সুরমা টাইমস রিপোর্টঃ বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথে উপজেলা সদরে ভ্রাম্যমান আদালত বাসিয়া নদীর তীরে আওয়ামী লীগ নেতা ওয়ারিছ খানের স্থাপনা নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। এছাড়া বিভিন্ন যানবাহন ও প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাকিম মুহাম্মদ আসাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।