চলচ্চিত্রের সংগীত পরিচালনায় কুমার বিশ্বজিৎ
সুরমা টাইমস ডেস্কঃ সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ‘স্বামী স্ত্রীর ওয়াদা’র মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন। পিএ কাজল পরিচালিত ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে। পরের বছর এ ছবির জন্য তিনি শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক এবং শ্রেষ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
পাঁচ বছর পর আবারও চলচ্চিত্রের সংগীত পরিচালনায় ফিরলেন কুমার বিশ্বজিৎ। এবার তিনি কাজ করবেন ‘সুতপার ঠিকানা’ ছবিতে। সরকারি অনুদানে এটি পরিচালনা করছেন প্রসূণ রহমান। জানা গেছে, মেয়েদের জন্মলগ্ন থেকে শেষ বয়স পর্যন্ত বিভিন্ন ধাপগুলো তুলে ধরা হবে ছবিটির গল্পে। কুমার বিশ্বজিৎ বলেন, ‘ছবিটিতে গান থাকবে মোট ছয়টি। এর মধ্যে দু’টি গান সংগ্রহ করা, আর বাকি চারটি মৌলিক। গান পুরো ছবির সংগীতের কাজ করবো আমি।’
কুমার বিশ্বজিতের সুর ও সংগীতে ছবিটির গান গাইবেন সামিনা চৌধুরী, ন্যান্সিসহ অনেকে।