সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শ্রীমঙ্গল প্রেসক্লাব কোষাধ্যক্ষ
মধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃ শ্রীমঙ্গল প্রেসক্লাব কোষাধ্যক্ষ,শ্রীমঙ্গল সাংবদিক ইউনিয়নের সহসভাপতি ও পত্রিকা এজেন্ট ইত্যাদি পত্রিকা বিতানের মালিক পাতাকুড়ির দেশ প্রতিনিধি সাংবাদিক মুজিবুর রহমান রেণু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৯ আগষ্ট রাতে মৌলভীবাজার থেকে সিএনজি অটো যোগে শ্রীমঙ্গল ফেরার পথে ভৈরব বাজার এলাকায় দূর্ঘটনায় পড়ে তার মেরুদন্ডে আঘাত প্রাপ্ত হন। গুরুতর আহতবস্থায় প্রথমে তাকে শ্রীমঙ্গল হাসপাতালে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে, মৌলভীবাজার থেকে তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি উসমানী মেডিকেলের নিউরো বিভাগের ৩য়তলা ১১নং ওয়ার্ডের প্লেইন বেড এনপি টু তে চিকিৎসাধিন রয়েছেন। মুজিবুর রহমানের সুস্থতা কামনা করে তার পরিবারের পক্ষ থেকে সকলে কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।