ছাতকে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের শিশুসহ আহত ৩
ছাতক প্রতিনিধিঃ ছাতকে পল্লীতে প্রতিপক্ষের অতর্কিত হামলায় একই পরিবারের শিশুসহ ৩জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত ফাতেমা বেগম (৩৫), শিশুপুত্র শামীম (৩), নাঈমা আক্তার (৭)কে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে ইউপি সদস্য আবদুস শহিদ বাদি হয়ে গ্রামের মল্লিকপুর গ্রামের ছতাই মিয়ার পুত্র মংলা মিয়া, তছলিম আলীম ছেলে সাবেক মেম্বার সাইম উদ্দিন, মৃত আশিক আলীর ছেলে আজব আলীর নাম উল্লেখ করে অজ্ঞাত একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে ও বাদি জানান, বৃহস্পতিবার সকালে তার স্ত্রী ফাতেমা বেগম তার দু’সন্তানকে সাথে নিয়ে মল্লিকপুর গ্রামের দিলদার আলীর দোকান থেকে কেক কিনে বাড়ি ফেরার পথে পূর্ব শত্র“তার জের ধরে গ্রামের ছতাই মিয়ার পুত্র মংলা মিয়া, তছলিম আলীম ছেলে সাবেক মেম্বার সাইম উদ্দিন, মৃত আশিক আলীর ছেলে আজব আলীরা গৃহবধূ ফাতেমাকে নানা কথা বার্তা বলতে থাকে। গৃহবধূকে অশ্লিল ভাষায় গালাগালির একপর্যায়ে অন্ত:স্বত্তা গৃহবধূকে মারধর করে শ্লীলতাহানী ঘটায়। এসময় কোলের শিশুপুত্র শামীম ও মায়ের সাথে থাকা পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনির ছাত্রী নাঈমা আক্তারের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করা হয় ।