যে জাতি সাহিত্য ও সংস্কৃতিতে যত উন্নত সে জাতি ততই সমৃদ্ধ
অন্যরকম ভালোবাসা ও আমরা ঘরর তাইন’র প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা
জাপান প্রবাসী লেখক গবেষক সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা পি.আর. প্ল্যাসিড রচিত গল্পগ্রন্থ অন্যরকম ভালোবাসা ও কবি নাজমুল ইসলাম মকবুল’র কথা ও সুরে সিলেটের আঞ্চলিক ভাষার প্যারডি গানের অডিও অ্যালবাম আমরা ঘরর তাইন’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও সাহিত্য আড্ডায় বক্তারা বলেছেন, সাহিত্য ও সংস্কৃতি হচ্ছে জাতির হৃদস্পন্দন। যে জাতি সাহিত্য ও সংস্কৃতিতে যত উন্নত সে জাতি ততই সমৃদ্ধ। প্রত্যেক মানুষের জীবনে ভালোবাসা আছে। ভালোবাসার কোন শ্রেণীভেদ নেই। স্থান কাল পাত্রভেদে ভালোবাসা অন্যরকম হয়। অন্যরকম ভালোবাসা গ্রন্থটি সিলেট লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল’র নামে উৎসর্গ করে গল্পকার সিলেটবাসীকেই সম্মানিত করেছেন। বক্তারা আরও বলেন, আমাদের চারদিকে সমস্যার জট লেগেই আছে। এসবের নেপথ্য কারিগর হচ্ছে কতিপয় সুযোগ সন্ধানী প্রতারক কতিথ সমাজপতি ভন্ড নেতা পাতিনেতা। এদের কুট কৌশল ও দাপুটে বিচরণের ফলে প্রতারিত ও ক্ষতিগ্রস্থ হন দেশের খেটে খাওয়া সাধারন মানুষ তথা গ্রাম বাংলার নীরিহ জনসাধারন। সহজ সরল ও সিলেটের আঞ্চলিক ভাষায় আবহমান গ্রাম বাংলার সুরের মুর্ছনায় ছন্দোবদ্ধ করে সঙ্গীতের মাধ্যমে এসব লুটেরাদের মুখোশ ভিন্ন ধারায় উন্মোচন করেছেন খ্যাতিমান সাংবাদিক ও গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুল।
গতকাল মঙ্গলবার সিলেট ক্যামব্রিয়ান কলেজ অডিটরিয়ামে সিলেট লেখক ফোরাম আয়োজিত প্রকাশনা অনুষ্ঠান ও সাহিত্য আড্ডা ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাপান প্রবাসী লেখক গবেষক ও চলচ্চিত্র নির্মাতা পি.আর. প্ল্যাসিড। লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি ও ফোরাম সদস্য মিজানুর রহমানের পরিচালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, জাতীয় দৈনিক আজকের বাণী সম্পাদক আলহাজ্ব আতিকুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান কলেজের ফাউন্ডার চেয়ারম্যান ও রেক্টর শিব্বির আহমদ ওসমানী, কলেজের অধ্যক্ষ মাহমুদ মিয়া, শেখ ফজিলাতুন নেছা মহিলা ফাযিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ আলী হেলালী, কবি মীম সুফিয়ান।
অনুষ্ঠানে ফোরাম সদস্য ও সিলেট ইয়াং স্টারের সাধারন সম্পাদক মোঃ এমদাদুল হক যুক্তরাজ্য গমণ উপলক্ষে বিশেষ সংবর্ধনা প্রদান ও সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জননী মিডিয়ার পরিচালক মোশাররফ হোসেন সুজা, সিলেট ইয়াং স্টারের সহ সভাপতি আব্দুল মতিন, সাখাওয়াত হোসেন রাজিব, ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক বদরুল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ফখর উদ্দিন, তোফায়েল আহমদ, জুয়েল আহমদ রাজু প্রমূখ। প্রশ্নোত্তর পর্বে জাপানের ভাষা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি। কৌতুক উপস্থাপন করেন, চলচ্চিত্র নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী।
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ জবান আলী ও সৌদি প্রবাসী কমিউনিটি নেতা ফেরদৌস চৌধুরী মিঠু অ্যালবামটির স্পন্সর করায় অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। ‘প্রেস বিজ্ঞপ্তি’