বালাগঞ্জ (সিলেট) সংবাদদাতা ঃ গত ১৮ আগস্ট সন্ধ্যায় উপজেলা সদরের ইলাশপুর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ সেলু মিয়া (৩৮) ও তার তথ্যের ভিত্তিতে রাত ৯ টায় থানা গেইট থেকে সন্দেহজনক ভাবে হারুন মিয়া (৫০) নামক ব্যক্তিকে আটক করে বালাগঞ্জ থানা পুলিশ। পরদিন তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। বিষয়টির সত্যতা স্বীকার করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ বলেন, তাদের দুজনকে মাদক দ্রব্য আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।