পুষ্ঠি ফুড ফ্যাক্টরীর গ্যাস চেম্বারে আগুন : নিহত ১ : আহত ৪
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর কুশিঘাট পুষ্ঠি ফুড ফ্যাক্টরীর গ্যাস চেম্বারে আগুনে ১জন নিহত ও ৩/৪ জন আহত হয়। মঙ্গলবার রাত ৮টার সময় কুশিঘাট পুষ্ঠি ফুড ফ্যাক্টরীর গ্যাস চেম্বারে এ আগুন লাগার ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুষ্ঠি ফুডের পার্টনার হাম্মাদ রব চৌধুরী জানান, কারখানার শ্রমিকরা গ্যাসের চুলা চাবি দিয়ে রাখে, কিছু সময় পর গ্যাসের চুলায় আগুন দিলে গ্যাস চেম্বারের আগুনের ধাক্কায় একজন শ্রমিক নিহত হয় এবং ৩/৪ জন আহত হয়।