সিলেটে ছাত্র-শিক্ষক হাতাহাতি, মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার

17668ডেস্ক রিপোর্টঃ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এসআইইউ) ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবীতে অনির্দিষ্টকালের শিক্ষার্থীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে ।পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে শিক্ষার্থীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছেন। সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর তিনটার কিছু আগে শিক্ষার্থীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
এর আগে সকালে ক্যাম্পাসে পরীক্ষা চলাকালে ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাফরকে কথাকাটাকাটির এক পর্যায়ে মারধর করেন বিভাগের প্রধান মো. প্রধান মাহবুব ইবনে সিরাজ ও বিবিএ বিভাগের শিক্ষক মো. নেছার আহমেদ। পরে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে পুরো ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দুপর সাড়ে বারোটার দিকে ঐ শিক্ষকদের শাস্তি ও বহিষ্কারের দাবীতে সকল ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাস সূত্রে জানা যায়, অবরোধ চলাকালে শিক্ষকদের সাথে আন্দোলনকারীদের হাতাহাতিও হয়।