বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সহযোহিতা করছে : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সকল সম্প্রদায়ের মানুষ স্বতস্ফুর্তভাবে সব ধর্মীয় অনুষ্ঠান পালন করছেন। সরকারও তাদের সহযোগীতা করছে।
গতকাল রোববার দুপুরে সিলেট নগরীর শ্রী শ্রী লোকনাত মন্দিরে শ্রী কৃষ্ণের আবির্ভাব স্মরণে সর্ব জনীন জন্মাষ্ঠমী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক বিজিত কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রী মৎস্বামী চন্দ্রনাথ মহারাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা বিজিত চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর পূজা উদযাপনের সভাপতি এডভোকেট বিমান চন্দ্র দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, শ্রী কৃষ্ণ জন্মাষ্ঠমীর কোষাধ্যক্ষ চন্দন দাস, সুধাকর মজুমদার, শিবব্রত ভৌমিক চন্দন প্রমুখ। অনুষ্ঠানে পরিচালনা করেন বিজয় কৃষ্ণ বিশ্বাস। বিজ্ঞপ্তি