জাতীয় শোক দিবসে জেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি
স্বাধীনতার মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৩৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হলো সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে। দিবসটি উদ্যাপন উপলক্ষে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজন করা হয় ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান’। অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মো. আরশ আলী, সিলেট জেলা বারের প্রাক্তন সভাপতি এ্যাডভোকেট আজিজুল মালিক চৌধুরী এবং রামকৃষ্ণ মিশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি অধ্যাপক বিজিত কুমার দে। আলোচনাসভা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জয়ীতা চক্রবর্ত্তীর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন সিলেট জেলা শিল্পকলা একাডেমীর সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থীবৃন্দ; জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট সিলেট জেলা শাখা, একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্ট; বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, লাভলী দেব এবং বিশিষ্ট আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল। বিজ্ঞপ্তি