বিশ্বনাথে ৬ দিন ধরে যুবক নিখোঁজ
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের বিশ্বনাথে খলিলুর রহমান নামে এক যুবক ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ খলিল উপজেলার দোকানী পাড়া গ্রামের মৃত তাহির আলীর ছেলে। এ ঘটনায় গত শুক্রবার রাত ৮টায় নিখোঁজ যুবকের ভাই গিয়াস উদ্দিন বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। যার নং ৫৩৮। বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ থানায় এএসআই রকিবুল হোসেন।
নিখোঁজ যুবকের ভাই গিয়াস উদ্দিন জানান, গত রোববার সকাল ১০টায় তার ভাই খলিলুর রহমান ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে আমাদের সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখুজি করে তার কোন সন্ধান পায়নি। তার সন্ধান না পাওয়া গত শুক্রবার রাতে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।