সামাজিক সংগঠন অসহায় মানুষের পাশে দাড়িয়েছে : ইয়াহইয়া চৌধুরী
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, সমাজের হতদরিদ্র, অসহায়, মানুষের পাশে দাড়িয়েছে সামাজিক সংগঠনগুলো। প্রতিটি এলাকার যুব সমাজ প্রায় সময় তাদের কে সহযোগিতা করে যাচ্ছেন। খোঁজ খবর রাখছেন নিয়মিত। তাদের জমানো অর্থ দিয়ে বিভিন্ন সময়ে ঈদ সামগ্রী, বন্ত্র বিতরণ করে যাচ্ছেন। তিনি বলেন, সামাজিক সংগঠনের পাশাপাশি প্রবাসী ও বিত্তবানদের আরো এগিয়ে আততে হবে। গত রবিবার বিশ্বনাথে দশঘর ইউনিয়নের কাশিমপুর সাথী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংস্থার সভাপতি এমাদউদ্দিন খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজউদ্দিন খান এবং আনোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএরডিবি’র চেয়ারম্যান মো. সিরাজ খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্চন দেব, সদস্য নূরউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বশির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন হিরা মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুস শহিদ, আলাউদ্দিন খান, হান্নান মিয়া, কিনু মিয়া, মুকিদ মিয়া, কদ্দুছ মিয়া, দিলাল মিয়া, আব্দুন নূর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা মাওলানা শহিদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম, ইউনূছ আলী, তবরিছ আলী, তৈমুছ আলী, আনোয়ার মিয়া, সংস্থার সহ-সভাপতি সেলিমুর রহমান, লিঠন মিয়া, সহ-সাধারণ সম্পাদক মিছবাউদ্দিন খান, এনামুল ইসলাম, শাহিন মিয়া, প্রচার সম্পাদক আবুল বসর, দপ্তর সম্পাদক জোনাব আলী, সমাজসেবা সম্পাদক গিয়াসউদ্দিন, সাহিত্য সাংস্কুতিক সম্পাদক জামাল আহমদ, ক্রীড়া সম্পাদক এমরান আলী প্রমুখ।