জকিগঞ্জে পৃথক শোক দিবস পালন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আওয়ামীলীগ, সহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক-পৃথক ভাবে শোক দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের পর র্যালী সহ জকিগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। জুম্মার নামাজের পর বঙ্গবন্ধু পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে উপজেরলার বিভিন্ন মসজিদ, মন্দিরে মোনাজাত করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডঃ বেলা ২টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য জাহিদ হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগ যুগ্ম আহ্বায়ক নাছিম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আ.লীগ যুগ্ম আহ্বায়ক এমএজি বাবর, বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব, সাংগঠনিক কমান্ডার ফয়জুর রহমান, সহকারী কমান্ডার সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন, নিয়াজ আলী, সিরাজ উদ্দিন, কমর উদ্দিন, মনির আলী, আব্দুল জলিল, হোসেন আলী, আজমল আলী, আব্দুল মুতালেব, সন্তান কমান্ড সদস্য আব্দুল মানিক প্রমুখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সন্তান কমান্ডের সদস্য মাও. তাজুল ইসলাম, শ্রীমদ্ভগবত গীতা পাঠ করেন- মুক্তিযোদ্ধা সুশেন্দ্র রায়।
উপজেলা আওয়ামীলীগঃ সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে পরাতন কোর্ট মাকেটে আওয়ামীলীগ কার্যালয়ে মুক্তার হোসেন মুক্তার সভাপতিত্বে ও পৌর যুবলীগ অর্থ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ফারুক আহমদ। বক্তব্য রাখেন পৌর যুবলীগ যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা বিলাল আহমদ, আব্দুল মুকিত, নাজির আহমদ, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, জুনাইদ আহমদ জুনেদ, গুলজার আহমদ, লিমন আহমদ, জাহেদ আহমদ, মোস্তফা আহমদ, ফয়ছল আহমদ, তানজিম শাহারিয়ার শাওন, কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান জীবন প্রমূখ।
এদিকে উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা শ্রমিকলীগ কার্যালয়ে শোক সভা অনুষ্টিত হয়। শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সদস্য জালাল উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি কাউন্সিলর কামরুজ্জামান কমরু, সহ সভাপতি গিয়াস উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুশ শহীদ, উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক রুহুল আমিন শায়েক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক আসাদ উদ্দিন, খালেদ আহমদ, শ্রমিকলীগ অর্থ সম্পাদক জিতু মিয়া, ইউপি যুবলীগ সভাপতি নূরুল ইসলাম, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, হিফজুর রহমান, রাসেল আহমদ, সেচ্ছাসেবকলীগ নেতা আজমান উদ্দিন, নাজিম উদ্দিন, হুসাইন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা দেবাশীষ ভাস্কর দেশমূখ্য রাজু, মোহাম্মদ আলী, খসরুল ইসলাম, জাবের আহমদ, আলী হুসেন, মিসবাহ, কাওছার আহমদ, রুবেল আহমদ, ইমনুর রশীদ, ফারুক আহমদ, ইমরান আহমদ লিমন, সুজন আহমদ, জুবের আহমদ প্রমূখ।