মোরার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমানের দাফন সম্পন্ন

বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিবডির সদস্য মুজিবুর রহমানের ছোট ভাই, মোরার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্থানীয় খাঁপুর গ্রামের বাসিন্দা মুহিবুর রহমান (৪৩) মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় সিলেট আইডিয়াল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি ..রাজিউন)। তিনি জন্ডিস ও কিডনী জটিলতাসহ বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে ২মেয়ে, ২ছেলে, স্ত্রী, মা ও ভাইবোনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমানের জানায়া শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
সিলেট সুলতানপুর বালাগঞ্জ সড়কের দীর্ঘ এলাকাজুড়ে অনুষ্ঠিত জানায়ায় বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। অন্যান্যের মধ্যে শরিক হন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সাবেক চেয়ারম্যান আফম শামীম, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম সালেহ, উপজেলা বিএনপি নেতা আব্দুল জলিল বেলাল, আব্দুল হাদী, বাবরু মিয়া, আব্দুল জলিল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আব্দুস সাত্তার, নায়েবে আমির হাফিজ কুতুব উদ্দিন আহমদ, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুসেন আহমদ হুশিয়ার, ইউপি সদস্য হুসাইন আহমদ শামীম, দেওয়ান বাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি মো. হারুনুর রশিদ, যুবদল নেতা শামীম আহমদ, ইজলালুর রহমান ইজলাল, ছাত্রলীগ নেতা আবরার আহমদ চৌধুরী, ফাহাদুল ইসলাম উজ্জ্ল, জসিম আহমদ, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল¬ুর রহমান জিলু, সাধারণ সম্পাদক এসএম হেলাল প্রমুখ।