ছাতকে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ : ওসিসহ ১১পুলিশ আহত
ছাতক থেকে সংবাদদাতা: ছাতকে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে ওসি শাহজালাল মুন্সিসহ ১১পুলিশ সদস্য আহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে পাইপগান, ১২টি তাজা ককটেলসহ ৬টি দেশীয় অস্ত্র। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নের জাউয়া-ছাতক সড়কের রাঙ্গাডিঙ্গা ও ভূলাখালি ব্রিজের মধ্যবর্তী স্থানে। আহত পুলিশ সদস্যদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, একাধিক ডাকাতি মামলার আসামি কুখ্যাত ডাকাত সর্দার ইলিয়াস আলী ওরফে ইল্লাছ (২৮) কে সোমবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী অবৈধ অস্ত্র উদ্ধার ও সহযোগিদের গ্রেফতার করতে ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সির নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালানো হয়। পুলিশ ভূলাখালি ব্রিজের নিকট পৌছলে ডাকাত ইল্লাছকে ছিনিয়ে নিতে তার সহযোগী ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধে ডাকাত ইল্লাছ আহত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইল্লাছ চরমহল্লা ইউনিয়নের সেওতরচর গ্রামের ছোয়াব আলীর পুত্র। ডাকাতদের ছুড়া গুলিতে ওসি শাহজালাল মুন্সি, এসআই চম্পক দাম, এসআই আবদুর রশিদ, এএসআই হারুন অর-রশিদ চৌধুরী, এএসআই সামছুল আরেফিন, কনষ্টেবল রঞ্জিত, হাফিজ, সালমান, প্রতাপ, সোহেল রাগবী, বিপ্লব আহত হন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ১২টি তাজা ককটেল, ৩টি গুলির খোসা, ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ওসি শাহজালাল মুন্সি জানান, ডাকাত ইল্লাছের বিরুদ্ধে ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে ৩১রাউন্ড গুলি ছুড়ে ডাকাতরা এবং আত্মরক্ষায় পুলিশও ২১রাউন্ড পাল্টা গুলি চালায়।