এইচএসসি পরিক্ষায় বোর্ডের মধ্যে ১৭তম হল ছাতক জনতা মহাবিদ্যালয়

ছাতক থেকে সংবাদদাতা: ছাতকে এইচএসসি ও সমমান পরিক্ষায় জনতা মহাবিদ্যালয় বোর্ডের মধ্যে ১৭তম স্থান অধিকার করেছে। বিদ্যালয়ের ২শ’ ৭২জন শিক্ষার্থীর মধ্যে ২শ’ ৬৩জন কৃতকার্য হয়েছে। পাশের হার শতকরা ৯৬.৬৯ভাগ। জিপিএ-৫ লাভ করেছে ৭জন শিক্ষার্থী। এইচএসসি পরিক্ষায় ১হাজার ৯শ’ ৩৪জনের মধ্যে ১হাজার ৫শ’ ৯৫জন শিক্ষার্থী উত্তির্ণ হয়েছে। পাশের হার শতকরা ৮২.৪৭ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২১জন শিক্ষার্থী। এর মধ্যে ছাতক ডিগ্রি কলেজ ৫টি, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ৪টি, বুরাইয়া স্কুল এন্ড কলেজ ৩টি, জাউয়া ডিগ্রি কলেজ ২টি জিপিএ-৫ লাভ করে। আলিম পরিক্ষায় ৩শ’ ৫৫জনের মধ্যে ৩শ’ ৩৭জন শিক্ষার্থী উত্তির্ণ হয়েছে। পাশের হার শতকরা ৯৪.৯২ভাগ। জিপিএ-৫ লাভ করেছে ৩জন শিক্ষার্থী। এর মধ্যে জালালিয়া আলিম মাদরাসা, খরিদিচর আলিম মাদরাসা ও বুরাইয়া কামিল মাদরাসা ১টি করে জিপিএ-৫ লাভ করে। ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১শ’ ৪০জনের মধ্যে ৯৯জন কৃতকার্য হয়েছে। পাশের হার শতকরা ৭০.৭১ভাগ। জিপিএ-৫ লাভ করেছে ২জন শিক্ষার্থী।