সৌদি আরবে আফগান নাগরিক হত্যা মামলার আসামি সুনামগঞ্জে গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি: সৌদি আরবে আফগানীস্থানের এক নাগরিককে হত্যা মামলার পলাতক আসামীকে র্যাব-৯ সুনামগঞ্জ ৩ সিপিসি ক্যাম্পের টহল দল গতকাল বুধবার সন্ধায় সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত আসামীর নাম- মো. আইয়ুব আলী। সে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের নুর মিয়ার পুত্র।
র্যাব জানায়, র্যাব-৯ সুনামগঞ্জ ৩ সিপিসি ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এক বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার লালুর গ্রাম থেকে গতকাল বুধবার সন্ধায় আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আইয়ুব আলী ২০১০ সালে সৌদি আরবে এক আফগান নাগরিককে হত্যা করে বাংলাদেশে পালিয়ে আসে।
র্যাব-৯ সুনামগঞ্জ ৩ সিপিসি ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুন জানান, সৌদিতে আফগান নাগরিককে হত্যা মামলা ছাড়াও আইয়ুব আলী আদালতে বিচারাধীন একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানায় পলাতক আসামী ছিল।