এইচএসসিতে মৌলভীবাজারের ৫টি কলেজ সেরা

আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ বুধবার প্রকাশিত চলতি বছরের এইচএসি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে মেধা তালিকায় স্থান করে নিয়েছে মৌলভীবাজার জেলার ৫টি কলেজ। জেলার ২৮টি কলেজের মধ্যে বরাবরের মতো এবারও মেধা তালিকায় জেলার মধ্যে প্রথম হয়েছে শ্রীমঙ্গলের দি বার্ডস রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।
মোট ৩৪টি জিপিএ-৫ পেয়ে সিলেট বোর্ডে শ্রীমঙ্গলের দি বার্ডস কলেজের অবস্থান নবম। এছাড়া বোর্ডে মৌলভীবাজার সরকারী কলেজের অবস্থান ১০ তম। কলেজটি থেকে জিপিএ-৫ পেয়েছে ১২১ জন। ১১তম স্থানে রয়েছে জেলার কমলগঞ্জ উপজেলার সুজা মেমোরিয়াল কলেজ। তাদের কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।এছাড়াও প্রত্যন্ত এলাকা জুড়ির তৈয়বুনেছা খানম একাডেমী কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। বোর্ডে তাদের অবস্থান ১২তম এবং ৮১টি জিপিএ-৫ পেয়ে ১৩তম স্থানে আছে শ্রীমঙ্গল সরকারী কলেজ।
এদিকে মৌলভীবাজার জেলার প্রত্যন্ত এলাকা নাজিরাবাদ গ্রামের রাৎগাও এ অবস্থিত হাজী এম মখলিছুর রহমান কলেজ এবার জেলার মধ্যে ৯৭ ভাগ পাশের রেকর্ড গড়ে ২৮টি কলেজের মধ্যে চমক সৃষ্টি করেছে। তাদের ১৮২ জন শিক্ষার্থীর মধ্যে পাশ ১৭৬ জন।