সিলেট মহানগর জামায়াতের পৃথক পৃথক মিছিল সমাবেশ
গাজায় অনবরত ইসরাইলি নৃশংসতায় মুসলিম বিশ্বকে আর ঘরে বসে থাকার অবকাশ নেই
———-সিলেট মহানগর জামায়াত
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ইহুদি ইসরাইলি হায়েনা কর্তৃক নিরীহ ফিলিস্তিনী মুসলমানদের উপর বর্বর নৃশংস হত্যাযজ্ঞ ইতিহাসের সকল নৃশংসতাকে হার মানিয়েছে। ফিলিস্তিনীদের উপর ইসরাইলিদের ধ্বংসযজ্ঞ আর মেনে নেয়া যায়না। অবিলম্বে এই নৃশংসতা বন্ধ করতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। হায়েনাদের ভয়ঙ্কর ছোবল থেকে গাজাবাসীকে রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চললেও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাসমুহ নিরব দর্শকের ভুমিকা পালন করছে। বিশ্ব মুসলিমকে আর ঘরে বসে থাকার অবকাশ নেই। ফিলিস্তিনীদের রক্ষায় বাস্থবমুখী কার্যকর পদক্ষেপ নিতে হবে।
গতকাল সোমবার গাজায় অনবরত ইসরাইলি হামলার প্রতিবাদে জামায়াতের কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পৃথক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। নগরীর সুবিদ বাজার, কাজীটুলা ও দক্ষিণ সুরমাসহ পৃথক স্থানে অনুষ্ঠিত মিছিলে অংশ নেন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, আব্দুল্লাহ আল মুনিম, মাওলানা মুজিবুর রহমান, শামীম আহমদ, রেহান আহমদ হারিছ, মু. আজিজুল ইসলাম, হাফিজ মশাহিদ আহমদ, ক্বারী আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, চৌধুরী আব্দুল বাছিত নাহির, মাহমুদুর রহমান দিলওয়ার, ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী মাসুক আহমদ, ওয়ার্ড জামায়াত নেতা সাদিক খান, মাওলানা আব্দুস শহীদ, আবুল লেইছ, আবুল হাসনাত, ছাত্রশিবির নেতা শরীফুল আলম, সুলতান আহমদ, জালার উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি