২০ হাজার টাকার লোভে জীবিত উদ্ধার অভিনয়!

jubok_sm_4362সুরমা টাইমস ডেস্কঃ পদ্মানদীতে যাত্রীবাহী লঞ্চ পিনাক-৬ ডুবে যাওয়ার ঘটনার পাঁচ দিন পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জানা যায়, ২০ হাজার টাকার লোভে ওই ব্যক্তি জীবিত উদ্ধার হওয়ার অভিনয় করেছেন। শুক্রবার বিকেলে মাওয়া ঘাটে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান মাইকে ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। মজিবর রহমান বলেন, এর আগে তিনি নিজের নাম ‘সরোয়ার’ বললেও তার আসল নাম রাসেল সর্দার (২০)। তার বাবার নাম আলাউদ্দিন সর্দার। তার বাড়ি মাদারীপুরের কুকরাইল এলাকায়। পুলিশের জিজ্ঞাসাবাদে রাসেল জানান, এক ক্যামেরাম্যান তাকে বলেছিলেন পাঁচ দিন পর জীবিত উদ্ধার দাবী করলে ২০ হাজার টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে। তাই টাকার লোভে তিনি এ নাটক সাজিয়েছেন। পরিদর্শক মজিবর বলেন, যখন রাসেল পাঁচ দিন পর জীবিত উদ্ধার হওয়ার দাবি করেছিলেন, তখনই আমাদের সন্দেহ হয়েছিল। নানাভাবে তাকে জিজ্ঞাসাবাদ করায় আসল সত্য বের হয়ে আসে। তাকে এখন মাওয়া নৌপুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। বর্তমানে অজ্ঞাত পরিচয় ওই ক্যামেরাম্যানকে খোজাঁ হচ্ছে বলেও জানান পরিদর্শক মজিবর। নৌবাহিনীর ক্যাপ্টেন নজরুল জানান, জীবিত উদ্ধার হওয়ার বিষয়টি উদ্ধারকারী দল প্রথমে ইতিবাচক হিসেবেই দেখেছিল। পরে তদন্তে বিষয়টি সাজানো নাটক বলে উদঘাটিত হয়েছে। জানা যায়, রাসেল একজন মাদকসেবী।