গাজায় ইসরাইলি হামলায় বিশ্বনাথের হামিদ নিহত
সুরমা টাইমস রিপোর্টঃ ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলায় নিহত হয়েছেন সিলেটের বিশ্বনাথের হামিদুর রহমান নামক এক যুবক। হামিদুর বিশ্বনাথের সদর ইউনিয়নের উত্তর মিরেরচরের আবদুল হান্নানের ছেলে। ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি নিহত হয়েছেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। হামিদুরের পারিবারিক সূত্র জানায়- হামিদুর দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের পোর্টসমাউথ শহরে সপরিবারে বসবাস করে আসছিলেন। প্রায় দুই মাস আগে তিনি সেখানকার ১০ জনের একটি টিমের সঙ্গে মিলে ফিলিস্তিনে যান। সেখানে তিনি সরাসরি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন। তবে এ বিষয়টি তিনি তার পরিবারকে জানাননি। সদ্য উদযাপিত ঈদ-উল-ফিতরের (ফিলিস্তিনে) দিন ইসরাইলের হামলায় হামিদুর নিহত হন। এরপর তার সহকর্র্মীরা ফোনে হামিদুরের পরিবারকে অবহিত করে। নিহত হামিদুরের চাচাতো ভাই মিজানুর রহমান জানান- ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করে হামিদুর মারা গেছেন। তার নিহত হওয়ার খবর পেয়ে আমরা তার কুলখানি করেছি। মিজানুর আরো জানান-‘ছোটবেলা থেকেই হামিদুর অত্যন্ত ধর্মভীরু ছিলেন।’