রোববার থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল

ফাইল ফটো
ফাইল ফটো

সুরমা টাইমস ডেস্কঃ অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই আগামী রোববার থেকে সারা দেশে ফের ৭২ ঘণ্টার টানা হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই হরতালের ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, ‘আগামী রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ২০ দলীয় জোটের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে।’
বিবৃতিতে বিএনপি এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে শান্তিপূর্ণ ও স্বত:স্ফুর্তভাবে এ হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় উড়িয়ে দেওয়া ও তাকে গ্রেফতারের হুমকি, জোটের নেতা-কর্মীদের ওপর ‘হামলা-গ্রেফতার-নির্যাতন-হত্যা’, যৌথবাহিনীর অভিযান এবং দেশে সংঘটিত নাশকতার দায় বিএনপি জোটের ওপর চাপানোর প্রতিবাদসহ বেশ কিছু ইস্যুতে এ হরতালের ডাক দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।