শ্রীমঙ্গলে শেষ হচ্ছে ঈদ মেলা

Eid Packageমধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃ প্রবিত্র ঈদুল ফিতরের ছুঠিতে শ্রীমঙ্গল বসেছিল পর্যটকদের নিয়ে ঈদ মেলা। গোটা শ্রীমঙ্গল ছিল পর্যটকদের ছাঁদরে ডাকা। অধীর আগ্রহে অপেক্ষা করছে কয়েক হাজার দর্শনার্থীকে তার রুপ রসের স্বাধ উপভোগ করানোর জন্য। পর্যটন জেলা মৌলভীবাজারের মধ্যবর্র্তী উপজেলা শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গলে এ জেলার সর্বাধীক পর্যটন স্পট থাকায় অধিকাংশ পর্যটকেরা তাদের রাত্রীযাপনের জন্য শ্রীমঙ্গলকেই বাছাই করে নিয়েছিলেন। তারই সাথে যাতায়াতের সুযোগসুবিধা ভাল থাকায় শ্রীমঙ্গল বেষ্ট চয়েজ।আর মৌলভীবাজার তথা শ্রীমঙ্গলের প্রকৃতির এ রুপ যৌবনের সান্নিধে এসে পর্যটকরাও হয়েছেন মুগ্ধ। ইতিমধ্যেই তারা ভ্রমন শেষ নিজ নিজ গন্তব্য স্থানে ছুটে যাচ্ছেন। বুকিং করা হোটেল, রেষ্ট হাউজ, কটেজ ধীরে ধীরে হচ্ছে ফাঁকা। আবার পর্যটকরা যাতায়াতের জন্য কেটেছেন ট্রেনের টিকিটি কেউ করেছেন বাসের টিকিটি, কেউবা নিজেদের প্রাইভেট গাড়ীর মেন্টেইনেন্স শেষ করেছেন। কেউবা কোন গাড়ীরই টিকেট পাচ্ছেন না এরই সাথে অনেক পর্যটকরা পরেছেন দূর্ভোগে। শ্রীমঙ্গল ষ্টেশন মাষ্টার অমৃত লাল সরকার জানান, টিকিট কাউন্টার খোলা মাত্রই কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে তাদের বরাদ্ধকৃত টিকিটি। বাস কাউন্টার গুলোতে রয়েছে ফেরার টিকিটি কাটার ভির। তবে বার মাসেই পর্যটকদের আগমন থাকলেও বর্তমানে শেষ হতে বসেছে ঈদ মেলা।