সিলেটে মারা হয়েছে বিরল প্রজাতির আয়রং সাপ
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের লালারগাও নোয়াপাড়া গ্রামে রোববার বেলা ২টায় একটি বিরল প্রজাতির ‘আয়রং’ একটি সাপ ধরা পরেছে। এটি ৩ হাত লম্বা এবং প্রায় বিশ কেজি ওজনের। জানা গেছে, নোয়াপাড়া গ্রামের কৃষক আব্দুস সালামের বাড়িতে বিরল প্রজাতির এ ‘আয়রং’ সাপটিকে মারতে গেলে এটি প্রচন্ড ক্ষেপে যায়। পরে গ্রামের লোকজন সাপুড়িকে খবর দিলে সাপুড়িও সাপটিকে বাগে আনতে পারে নি। পরে গ্রামের লোকজন বেষ্টনি দিয়ে ওই ক্ষেপা আয়রং সাপটিকে মারতে সক্ষম হন।