কানাইঘাটে এক কিশোরী আত্মহত্যা
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে হতদরিদ্র ঘরের এক কিশোরী মেয়ে বোনের বাড়ীতে আম গাছে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকাল আনুমানিক ১০টার সময় উপজেলার ৪নং সাতবাঁক ইউপির জয়পুর পুর্ন্নাখলা গ্রামে। জানা যায়, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির ভাটি বারাপৈত গ্রামের দরিদ্র ফরিদ উদ্দিনের কিশোরী মেয়ে রতনা বেগম (১৪) তার বড় বোন পূর্ন্নাখলা গ্রামের রিপা বেগমের বাড়ীতে অভিমান করে বেড়াতে আসে। গতকাল বোন রিপা বেগম ও দুলাভাই আসার উদ্দিনসহ বাড়ীর সবার অগোচরে রতনা বেগম বসত ঘরের পিছনে একটি আম গাছের ডালে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে কানাইঘাট থানার এসআই আতিকুল আলম, মহিলা পুলিশ কনস্টেবল মনিকা, বিউটিকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতন্তের জন্য সিলেট ওমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, দরিদ্র কিশোরী রতনা বেগম সিলেট শহরের একটি বাসায় ঝিয়ের কাজ করত। ঐ বাসার একটি মোবাইল সেটসহ কিছু মালামাল বাসার লোকজনদের না জানিয়ে রতনা বেগম তার নিজ বাড়ী ভাটি বারাপৈত গ্রামে নিয়ে আসে। পরে তার পরিবারের কাছ থেকে মালামালগুলো উদ্ধার করে নিয়ে যান বাসার লোকজন। এ ঘটনায় লজ্জা ও অভিমানে কিশোরী রতনা বেগম আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন।