সিলেটে বৃদ্ধ পিতাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত ছেলে আটক
সুরমা টাইমস রিপোর্টঃ নিজ পিতাকে ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেছে পাষান্ড ছেলে। শুক্রবার ভোররাত সাড়ে ৫ টার দিকে নগরীর পশ্চিম পীর মহল্লার ঐক্যতান ১৩৭/২ নম্বর বাসার নিচ তলার বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পাষান্ড ছেলে মাহবুবুর রহমান (২৭) কে আটক করেছে। এ সময় পুলিশ রক্তমাখা একটি ধারালো বটি দা জব্দ করে। গতকাল শুক্রবার পুলিশ আটককৃত মাহবুবুর রহমানকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় আপাতত গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোররাত সাড়ে ৫ টার দিকে মাহবুবুর রহমান তার শয়ন কক্ষে বৃদ্ধ পিতা আশরাফুল রহমান ওরফে লাইছ মিয়াকে দরজা বন্ধ করে এলোপাতাড়িভাবে ধারালো বদি দা দিয়ে কুপাতে থাকে। এক পর্যায়ে মাহবুবুর তার পিতার হাতের কুনুতে, বুকের নীচের ডান-বাম পাশে, নাভির ডান পাশের কয়েকটি, পেটের ভুড়ি ৪ ভাগের ১ ভাগ বের করে ফেলা, হাটু ও বাম হাতের কব্জির নীচে কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারে লোকজন দ্রুত পুলিশকে খবর দেন। পরে এয়ারপোর্ট থানার এসআই মোঃ মাছুদ রানা ঘটনাস্থলে পৌঁছে স্টিলের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে কুপানো রক্তাক্ত অবস্থায় আশরাফুল রহমান ওরফে লাইছ মিয়াকে উদ্ধার করে দ্রুত তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় রক্তমাখা বটি দাসহ তার ছেলে মাহবুবুর রহমানকে আটক করা হয়েছে। গতকাল আটককৃত মাহবুবুর রহমানকে আপাতত ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহতের পরিবারে সদস্যরা জানিয়েছেন, মাহবুবুর রহমান মানসিক রোগী। এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাছুদ রানা জানান, আহত আশরাফুল রহমান ওরফে লাইছ মিয়ার স্ত্রী সমারাজুন নেছা (৫৫) মেয়ে সুলতানা ইয়াছমিন (২৩)ও সুলতানা শারমিন (১৯) পিতার চিকিৎসার কাজে ব্যবস্থা থাকায় এ ঘটনায় আপাতত অভিযোগ দায়ের করবেন না। তবে পিতা সুস্থ হলে থানায় অভিযোগ দায়ের করবেন। বর্তমানে আহতকে অপারেশন থিয়েটারে চিকিৎসা দেয়া হচ্ছে । তার অবস্থা আশংকাজনক। তবে আশরাফুল রহমান ওরফে লাইছ মিয়াকে তার ছেলে মাহবুবুর কেন এমন ভাবে কুপিয়ে আহত করেছে সে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।