মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত আসামি ও হত্যা মামলার আসামি গ্রেফতার
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের সিআর মামলায় দু বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা মতলবুর রহমান (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে শহরের কুসুমবাগ এলআায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাওলানা মতলবুর রহমান কামালপুর ইউনিয়নের নালিউড়ি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। এদিকে শনিবার ভোরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার যাদুরকুল এলাকা থেকে হত্যা মামলার আসামি সুবেল মিয়া (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। সুবেল মিয়া উত্তরভাগ ইউনিয়নের যাদুরকুল গ্রামের মজমিল মিয়ার ছেলে। রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য শুক্রবার ভোরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের যাদুরকুল গ্রামের মকবুল মিয়া ও তার ছোট ভাই মজমিলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে মকবুল মিয়ার সঙ্গে মজমিলের কথা কাটাকাটি হয়। এ সময় মকবুল মিয়ার সমন্দি সিরাজ মিয়া সমাধানের চেষ্টা করলে ছোট ভাই মজমিল ক্ষিপ্ত হয়ে সিরাজ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান ।