‘এটিএম বুথে সবসময় টাকা থাকতে হবে’
সুরমা টাইমস ডেস্কঃ এটিএম বুথ এবং পিওএসে সার্বক্ষনিক সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংক ৫ দফা নির্দেশনা জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে- এটিএম এবং পিওএস ব্যবহার করে কার্ডভিত্তিক ইলেক্ট্রনিক লেনদেনের ক্ষেত্রে গ্রাহক স্বার্থ সংরক্ষণসহ সার্বক্ষনিক লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণার্থে নির্দেশ প্রদান করা যাচ্ছে:
- ১. এটিএম এবং পিওএস নেটওয়ার্ক সার্বক্ষনিক চালু রাখতে হবে;
- ২. এটিএম বুথে সার্বক্ষনিক নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে;
- ৩. বন্ধ বা অচল এটিএম বুথের সামনে অবশ্যই নোটিশ প্রদর্শণের ব্যবস্থা রাখতে হবে;
- ৪. অনিবার্য কারণবশতঃ কোন ব্যাংকের এটিএম এবং পিওএস সেবা বন্ধ থাকলে তাৎক্ষনিক গ্রাহকদের অবহিত করতে হবে;
- ৫. নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে (বিগত ০৫ সেপ্টেম্বর,২০১৩ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারীকৃত পিএসডি সার্কুলার নং-০৩/২০১৩ দ্রষ্টব্য)। প্রকাশ তারিখ: ৩১/০৭/২০১৪ ৭:১১:০০ অপরাহ্ন