১০০ টাকা প্রাইজবন্ডের ড্র

100 TK Prize Bondসুরমা টাইমস ডেস্কঃ ১০০ টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের ৭৬তম ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে ড্র অনুষ্ঠিত হয়।
একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৩৯টি সিরিজ যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ এবং খড এই ড্র এর আওতাভুক্ত।
উল্লেখ্য, আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৫৫ ধারার নির্দেশনা অনুযায়ী ১ জুলাই ১৯৯৯ থেকে প্রাইজবন্ড পুরস্কারের অর্থ থেকে ২০% হারে উৎসে কর কর্তন করার বিধান রয়েছে। ১০০ টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডগুলোর বিভিন্ন পুরস্কারের বিস্তারিত বিবরণ নিচে দেয়া হলোঃ

প্রাইজবন্ডের ফলাফল জানতে ক্লিক করুন