সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে : তাহিরপুরের ৩ গ্রামে ঈদ সোমবার
সুরমা টাইমস ডেস্কঃ রোববার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার দেশেটিতে ঈদুল ফিতর উদ্যাপিত হবে। সৌদি আরবভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এমিরেটসটোয়েন্টিফোর এ খবর নিশ্চিত করেছে। চাঁদ দেখা গেছে, এ খবর শোনার পর আনন্দ ছড়িয়ে পরে দেশটির নাগরিক ও সেখানে বসবাসরত ভিনদেশিদের মাঝে।
এদিকে সৌদির সাথে মিল রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তিন গ্রামের অর্ধশতাধিক পরিবার সোমবার পবিত্র ঈদ-উল ফিতর পালন করবেন।
তারা একদিন আগে রোজা রাখতে শুরু করায় ঈদ উৎসবও একদিন আগে পালন করবে। উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল, রজনীলাইন ও পুরানঘাট গ্রামের অর্ধশতাধিক পরিবার প্রতিবছর এভাবে ঈদ উদযাপন করে আসছে। আমতৈল গ্রামের মিজানুর রহমান ডালিম জানান, সৌদি আরবের সাথে মিল রেখে আমরা যুগ যুগ ধরে এ রীতি পালন করে আসছি।