সিলেট কারাগারে মুক্তির অপেক্ষায় তারা

Sylhet Jailসুরমা টাইমস ডেস্কঃ ঈদুল ফিতর উপলক্ষে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন দুই বন্দি। প্রায় এক মাস আগে সিলেট কারা কর্তৃপক্ষ এই দুই কয়েদির নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন। মন্ত্রণালয়ের নির্দেশ আসামাত্রই তারা ছাড়া পাবেন।
সিলেটের সিনিয়র জেল সুপার কামাল আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিবছরই বিশেষ দিবসে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদিদের সাধারণ ক্ষমার মাধ্যমে মুক্ত করে দেওয়া হয়।
এবার ঈদুল ফিতরেও সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে কয়েদি গোলাম রাব্বানী (৪৫) ও আসমত আলী ওরফে আজমত আলীকে (৭১) মুক্তির জন্য কারা কর্তৃপক্ষের মাধ্যমে গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। এই দু’জনের প্রত্যেকই ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
তবে, রোববার বিকেল ৫টা পর্যন্ত এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিলেট কারা কর্তৃপক্ষের কাছে তাদের মুক্তিপত্র আসেনি বলেও জানান কামাল আহমদ।