শাহী ঈদগাহ’র শেষ প্রস্তুতি দেখলেন আরিফ

arif at Eidgahসুরমা টাইমস রিপোর্টঃ পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান এখন সম্পূর্ণ প্রস্তুত। ইতোমধ্যে ঈদের নামাজের জন্য সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মাঠের প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্ন ও রঙের কাজ সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী শাহী ঈদগাহ পরিদর্শনও করেছেন। পরিদর্শন শেষে আরিফ কাজের অগ্রগতিতে সস্তোষ প্রকাশ করে সাংবাদিকদের জানান, প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক মুসল্লী ঐতিহ্যবাহী এ ময়দানে ঈদের নামাজ আদায় করতে পারবেন।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সিলেট সিটি করপোরেশন শাহী ঈদগাহ নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।  তিনি আরো বলেন, প্রত্যেক ঈদের আগে বিনা টেন্ডারে সংস্কার কাজ হয়েছে। এবারও অতীতের গতবাধা নিয়মে টেন্ডার ছাড়া সংস্কার কাজ হয়েছে।  আমি দায়িত্ব পাওয়ার পর থেকে সিটি করপোরেশনের সব অনিয়মের পরিবর্তন করছি। আমি পরিবর্তন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আগামীতে শাহী ঈদগাহ সংস্কারে টেন্ডার আহ্বান করা হবে।