বালাগঞ্জে গরীব ও দুস্থ্যদে মধ্যে অর্থ বিতরণ করলেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী
বালাগঞ্জ প্রতিনিধি: হাইকোর্টের সিনিয়র বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর পারিবারিক উদ্যোগে এলাকার গরীব ও দুস্থ্যদে মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সকালে ব্যক্তিগত সফরে এসে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বালাগঞ্জ উপজেলার শিওরখালস্থ তাঁর গ্রামের বাড়িতে এলাকার অসহায় ও দরিদ্র প্রায় শতাধিক লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর ছোট ভাই সমাজসেবী জয়নুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য নেছাওর আলী, সাবেক সদস্য মাওলানা আজমান আলী, গহরপুর রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এসএম হেলাল, সমাজসেবী জাহাঙ্গীর চৌধুরী, মনোওর খান, তাজ উল্লাহ, আইয়ুব আলী, হাফিজ উস্তার আলী, আজমল আলী সকুল, যুক্তরাজ্য প্রবাসী আক্তার আলী প্রমূখ।
পরে বাদ জুম’আ বিচারপতি নজরুল ইসলাম চৌধূরী গ্রামবাসী, আত্বীয় স্বজন ও পরিচিতদের খুঁজ খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় শেষে প্রখ্যাত বুযুর্গ আল্লামা নুর উদ্দিন আহমদ (গহরপুরী) (রহ.)’র মাজার জিয়ারত করেন।