বালাগঞ্জে যুবকের গলা কেটে দিয়েছে দূর্বৃত্তরা
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জে এক যুবকের গলা কেঁটে দিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার দুপুরে উপজেলার হামছাপুরের রশিদপুরে এ ঘটনা ঘটে। আহত যুবক জাহাঙ্গীর (১৮) পেশায় একজন রাজমৈত্রী (জুগালী)। থানার পূর্বপৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র। আশংকাজনক অবস্থায় সে বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জাহাঙ্গীর পাওনা টাকা আনতে তাঁর ঠিকাদারের স্থানীয় বঙ্গপুর গ্রামে আব্দুল বাছিতের কাছে যায়। পরে তাকে কে বা কারা চুরিকাঘাত করে স্থানীয় হামছাপুরের রশিদপুরে রাস্তায় ফেলে যায়। এলাকাবাসি গুরুত্বর আহত অবস্থায় জাহাঙ্গিরকে উদ্ধার করে ওনমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। খবর পেয়ে বালাগঞ্জ থানা ঘটনার স্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী জানিয়েছেন আহত যুবকের গলাঁ কাটাসহ শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিচ্ছিত করে জানান, এব্যাপারে আহত যুবকের পিতা আব্দুর রশিদ থানার মামলা করেছেন। মামলা নং-১৩/তারিখ-২৫/২০১৪ইং।