বালাগঞ্জে একই রাতে দু’টি বাড়িতে ডাকাতি : ৭লাখ টাকার মালামাল লুট

savar_dakatiবালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলায় একই রাতে পাশাপাশি দু’টি বাড়িতে ডাকাতির সংবাদ পাওয়া গেছে। কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ডাকাত দল ঘরে ঢুকে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এব্যাপারে থানায় মামলা না হলেও অতিরিক্ত পুলিশ সুপার ও বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত প্রায় ২টার দিকে ডাকাত দল উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের আব্দুল মুমিনের বাড়িতে পাকা ঘরের গেইটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে। এসময় পরিবারের সদস্যদের বেঁধে রেখে ঘরে থাকা প্রায় ৩ভরি স্বর্ণালঙ্কার, ৬টি মোবাইল সেটসহ প্রায় ২লাখ টাকার মালামাল নিয়ে যায়। একই সময়ে আব্দুল মুমিনকে জিম্মি করে তার পাশের বাড়ির মো. ফজলুর রহমানের বাড়িতে ডাকাতদল হানা দেয়। সেখানেও একই কায়দায় গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে ৮/১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০হাজার টাকা, ৩টি মোবাইল সেটসহ প্রায় ৫লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পরক্ষণেই ফজলুর রহমান স্থানীয় মসজিদের মাইকে বিষয়টি এলাকাবাসীকে জানালেও ডাকাতদল পালিয়ে যেতে সক্ষম হয়।
সংবাদ পেয়ে সোমবার সকালে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ অকিল উদ্দিন আহমদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল আলম, দুপুরে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার গোপাল চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি।