নবীগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষে ৫ জন আহত
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে গত বৃহস্পতিবার বিকালে একটি রাস্তাকে কেন্দ্র করে দু’পক্ষের এক রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মাঝে ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানাযায়,ওই গ্রামের আঞ্জব আলী গংরা গ্রামের লোকজনের চলাচলের একটি রাস্তা বন্ধ করে দিলে একই গ্রামের ছুরাব উল্লাহ বাধা দেয়। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে রোকিয়া বেগম(৪৫),ছুরাব আলী(৫৫),সুন্দর মালা (২৪) ও আঞ্জব আলী (২৯)সহ ৫ জন গুরুতর আহত হয়। এরমধ্যে মারাত্বক আহত অবস্থায় রোকিয়া ও ছুরাব আলীকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।