প্যালেস্টাইনে ইসরাইলী সহিংসতায় জাতিসংঘে বাংলাদেশের ক্ষোভ

ANA PIC
জাতিসংঘে বক্তব্য রাখছেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেন। ছবি- এনা।

নিইউয়র্ক থেকে এনা: গত ২২ জুলাই মঙ্গলবার (নিউইয়র্ক সময়) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মধ্যপাচ্য এবং ফিলিস্তিন বিষয়ে এক উম্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশসহ জাতিসংঘের ষাটটিরও অধিক সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করে। বিতর্কে প্যালেস্টাইনে ইসরাইলী সহিংতায় মানবিক বিপর্যয়ে বিশ্ব নেতৃত্বের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড.এ.কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমাদেরকে আজ এক হৃদয় ভারাক্রান্ত মনে এখানে কথা বলতে হচ্ছে যখন জাতিসংঘের সদস্য রাষ্ট্র ইসরাইল কর্তৃক আন্তর্জাতিক সকল বিধি-নিষেধ অমান্য করে ফিলিস্তিনিদের উপর অমানবিক, আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী এ হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। তিনি প্যালেস্টাইনীদের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সহমর্মিতা, ভাতৃত্ববোধ ও অকুন্ঠ সমর্থন পূনর্ব্যক্ত করেন।
এছাড়া স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন নিরীহ প্যালেস্টাইনীদের উপর ইসরাইলী হত্যাযজ্ঞ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিরাপত্তা পরিষদ ও বিশ্ব নেতৃত্বকে অনুরোধ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নিরাপত্তা পরিষদ প্যালেস্টাইনীদের উপর ইসরাইলী ধ্বংশযজ্ঞ বন্ধে এবং ইসরাইল – প্যালেস্টাইন সমস্যার দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে যাতে করে ইসরাইল ও প্যালেস্টাইন দুটি স্বাধীন দেশ হিসেবে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।