বালাগঞ্জে দক্ষিণ কালনীরচর গ্রামে পল্লীবিদ্যুতায়নের উদ্বোধন

বর্তমান সরকার অবহেলিত পল্লী এলাকার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে : শফিকুর রহমান চৌধুরী

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার অবহেলিত পল্লী এলাকার জনগনের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের আন্তরিকতায় দেশের প্রত্যন্ত এলাকায় সড়ক, কালভার্ট নির্মাণের পাশাপাশি ব্যাপক বিদ্যুতায়ন হচ্ছে। এতে অবহেলিত বঞ্চিত জনগোষ্ঠি দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগকে বার বার দেশ পরিচালনার দায়িত্বে রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান।

শফিকুর রহমান চৌধুরী মঙ্গলবার বালাগঞ্জ উপজেলার সাদিপুর ইউনিয়নের দক্ষিণ কালনীরচর গ্রামে পল্লীবিদ্যুতায়নের উদ্বোধন ও যুক্তরাজ্য আ’লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাবিব আলীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাহবুবুল আলম, বালাগঞ্জ পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার হাসান আহমেদ মজুমদার। ওসমানীনগর আ’লীগের সহসভাপতি আব্দুল হামিদ, সাইয়্যদ আহমদ বহলুল, সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, আ’লীগ নেতা মো. মকবুল আলী, শাহনুর রহমান সানুর, আলাউর রহমান আলা, শাহজাহান আলী মেম্বার, আরজু মিয়া মেম্বার, তওফিকুজ্জামান, প্রবাসী যুবলীগ নেতা বখতিয়ার আহমদ, যুবলীগ নেতা শেখ কবিরুল ইসলাম, মনজু হাসান, জুনাইদ আহমদ, কয়ছর আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা সেলিম রেজা, মো. চুনু মিয়া, ছাত্রলীগ নেতা রুহেল তালুকদার, ইসরাফ আহমদ স্বপন প্রমুখ।