“নির্লোভ সাংবাদিক হারিস মোহাম্মদ” এর ৫৭ তম জন্মবার্ষিকি আজ

Haris_Mohammedসুরমা টাইমস ডেস্কঃ সিলেটের প্রবীন সাংবদিক দৈনিক দিনকালের সাবেক ব্যুরো প্রধান হারিস মোহাম্মদ’র ৫৭ তম জন্ম বার্ষিকি আজ । ১৯৫৭ সালের এই দিনে ব্রাম্মনবড়িয়ায় এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্ম গ্রহন করেন। সাংবাদিক হারিস মোহাম্মদ বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবদুস সামাদ ওরফে বাঘা সামাদ ও আমিনা বেগমের জ্যেষ্ট পুত্র। অকোতোভয় ও নির্লোভ সাংবাদিকতার এক জলন্ত উদাহরন ছিলের সাংবাদিক হারিস মোহাম্মদ। দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি যে সততার উদাহরন রেখেছেন তা সত্যি বিরল। হারিস মোহাম্মদ তার কর্মময় বর্নাট্য জীবনে কাজ করেছেন দেশের প্রায় শীর্ষস্থানীয় সকল প্রত্রিকাগুলোতেই। ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি পদেও তিনি দীর্ঘদিন দায়িত্ব্য পালন করেন। সাধারণ সদস্য হিসাবে প্রায় ২০ বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। সর্বমহলেই তিনি ছিলেন সকলের শ্রদ্ধা ভাজন ও প্রিয়। সিলেটের সাংবাদিকতা অঙ্গনের যে ক’জন সাংবাদিক নীতি ও আর্দশের প্রতি অবিচল থেকে নিজ দায়িত্ব পালন করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত তাদেঁরই একজন হারিস মোহাম্মদ। সদা হাস্যজ্জল এই মানুষটি সততা নিয়ে গর্বের শেষ ছিল না। দরিদ্রতা তাকে নিজ লক্ষ থেকে কখনও বিচ্যুৎ করতে পারেনি। চরম দুঃসময়ের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন তিনি। কিন্তু অন্যায় এর সাথে আপোষ করেননি। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে বেছে নেননি আরাম আয়েশের জীবন। সাংবাদিকতাকে প্রতিবাদেও মাধ্যম হিসেবেই বেছে নিয়েছিলেন তিনি। সে কারনেই জীবন চলার পথে নানা ঘাত-প্রতিঘাতের মুখোমুখি হতে হয়েছিল তাকে। কিন্তু থেমে যাননি তিনি। আস্থার প্রতি অবিচল ছিলেন সব সময়। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার সততাকে ধরে রেখেছিলেন। সিলেটের সাংবাদিকতার এই উজ্জল নক্ষত্র ২০১০ সালের এপ্রিল এর ৩ তারিখ এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান না ফেরার দেশে। আজো মানুষ শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে স্বরন করে প্রতিনিয়ত। সুরমা টাইমস পরিবার তার জন্মদিনের তার বিদেহী আত্তার মাগফেরাত কামনা করছে।