জালালাবাদ থানার ওপেন হাউস ডে সম্পন্ন

Jalalabad thana open houseসুরমা টাইমস ডেস্কঃ সিলেটে জালালাবাদ থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সোমাবার থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) এজাজ আহমদ।
জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেনের সভাপতিত্বে ও ওসি তদন্ত মনিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ ও জালালাবাদ থানার এসি রাজন।
ওপেন হাউস ডে’তে প্রধান অতিথি উপ কমিশনার এজাজ আহমদ নির্দেশ দেন জালালাবাদ থানাধীন সকল প্রধান সড়কের দুই পাশের অবৈধ দোকানপাট অবিলম্বে উচ্ছেদ করার। রমজান মাসে ছিনতাইরোধে চিহ্নিত ছিনতাইকারিদের দেখলেই গ্রেফতার করারও নির্দেশ দেন তিনি। কুমারগাঁও বাস স্টেশন এলাকা এখনও যানজটমুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এজাজ।
ওপেন হাউস ডে’তে গোলাম হোসেন নামের এক ব্যক্তি অভিযোগ করেন, ৫ নম্বর মোগলগাঁও ইউনিয়নে ডাকাতির ঘটনা ঘটছে প্রায়ই। কিন্তু পুলিশ প্রশাসন যথাযথ ভূমিকা নিচ্ছে না।
পাশাপাশি আরেকজন ব্যক্তি অভিযোগ করেন স্থানীয় ৩ নম্বর ব্রীজের উপর মাদক ব্যবসা চলছে। কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করছে। মাদক ব্যবসার অভিযোগের প্রেক্ষিতে জালালাবাদ থানা পুলিশ জানায়, শিবের বাজার এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে পুলিশের মনিটরিং জোরালো আছে।