সিয়াম ভাতৃত্ব বোধ ও সাম্যের শিক্ষা দেয় : হাফিজুর রহমান তালুকদার

Derai pic (2)জুবের সরদার দিগন্ত: দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেছেন, মাহে রমজান সৎ ও উত্তম চরিত্রের অধিকারী হওয়ার আত্বসংযম ও আত্বশুদ্ধির মাস, এ মাসের পবিত্র সিয়াম ধনি-গরিবের ভেদাভেদ ভুলে দিয়ে সবার মাঝে ভাতৃত্ব বোধের ও সাম্যের জন্ম দেয়, রোযার মাধ্যমে সমাজের সর্বস্থরের মানুয়ের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয়, মনের কুপ ও প্রবৃতি দমন কওে নিজেকে পরোপকারী ও সৎ হিসেবে গড়ে তোলার শিক্ষা দেয় মাহে রমযান, সমাজে শান্তি ও সম্প্রীতি সৃষ্টি করে রমযান। আজকের ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান মাধ্যমে এটাই প্রমান হয়। গতকাল শনিবার দিরাই ডিগ্রি কলেজ আয়োজিত হত দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাগিব-রাবেয়া ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার দুইশত নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে ও প্রভাষক রফিকুল ইসলামের পরিচালনায়, সভাপতির বক্তব্যে মিহির রঞ্জন দাস বলেন, দিরাই হলো হিন্দু-মুসলিম সম্পীতির শহর, আমরা এখানে যোগ যোগ ধরে বাস করছি সম্পীতির সাথে সবাই নিজ নিজ ধর্ম পারন করছে আনন্দের সাথে, দিরাই কলেজ আয়োজিত ঈদ বস্ত্র অনুষ্ঠান সাম্য ও সম্পীতির বাস্তব উদাহারন, তিনি রাগিব-রাবেয়া পাউন্ডেশনের প্রতিষ্টাতা রাগিব আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, অধ্যাপক এইচ এম ফারুক, এ্যাডভোকেট সুহের আহমদ, আব্দুল মতিন সরদার, উপস্থিত ছিলেন, দিরাই প্রেসক্লাব সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক জুবের সরদার দিগন্ত, রানু রঞ্জন ভৌমিক, হুমায়ুন কবির তালুকদার প্রমুখ।