সদর উপজেলার চার ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

Sadar BNP 17-07-2014সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া, টুলটিকর ও হাটখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে নগরীর ধোপাদিঘীরপারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সিলেট সদর উপজেলা বিএনপির বিগত সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।  চার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হচ্ছেন খাদিমনগরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলওয়ার হোসেন, খাদিমপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়া, টুলটিকরে সদর উপজেলা বিএনপির সদস্য হাজী ছমরু মিয়া ও হাটখোলায় সাবেক ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন।সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএএনপির আহ্বায়ক আহমদুর রহমান চৌধুরী মিলু মিয়া। সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কমিটির সদস্য আবুল কাশেমের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়া ও আজির উদ্দিন, আব্দুর রউফ, তাহের আলী পাখি, ইউপি চেয়ারম্যান হাজী জমির উদ্দিন ও দেলোয়ার হোসেন, ছমরু মিয়া, গোলাম কিবরিয়া, ইউপি সদস্য ইলিয়াস ও কিরণ, ওয়ারিছ মিয়া, জয়নুদ্দিন, হুমায়ূন কবির চৌধুরী, ইসলাম উদ্দিন প্রমূখ। কুরআন থেকে তেলওয়াত করেন খাদিমনগর ইউনিয়ন সদস্য ইলিয়াস আলী।আগামী ২০ দিনের ভিতরে ২১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত সভায় গৃহিত হয়। এছাড়া সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হকের বাসায় হাতবোমা হামলার তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলাবাহিনীকে অনুরোধ জানান সদর বিএনপি নেতারা। বিজ্ঞপ্তি